স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০২০ ১০:৫৮

লাইপজিগের বিপক্ষে এবার হেরে গেছে পিএসজি

জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে এবার হেরে গেছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমিফাইনালে ৩-০ গোলে হারের মধুর প্রতিশোধ নিলো তারা। বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে লাইপজিগ।

এ নিয়ে আসরে দ্বিতীয় হারের স্বাদ পেল পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে আসর শুরু করা টমাস টুখেলের দল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল। বাসাকসেহিরকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় দারুণ শুরু পাওয়া লাইপজিগ দ্বিতীয় ম্যাচে ইউনাইটেডের মাঠে ডুবেছিল ৫-০ ব্যবধানে হারের হতাশায়।

চোটের জন্য নেইমার ও কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে প্রথমার্ধে পিএসজির আক্রমণে ছিল না চেনা ধার। যদিও ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মোইজে কিনের বাড়ানো বলে আনহেল দি মারিয়ার নিখুঁত শটে জাল খুঁজে নেন।

৪১তম মিনিট পর সমতার স্বস্তি ফিরে লাইপজিগের তাবুতে। সতীর্থে পাস ধরে আঞ্জেলিনো ক্রস বাড়ান ডি-বক্সের একটু ওপরে থাকা ক্রিস্তোফা এনকুনকুকে। ফরাসি ফরোয়ার্ডের বুলেট গতির ঠেকাতে পারেননি কেইলর নাভাস।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। বলের লাইনে ঝাঁপিয়েও এমিল ফোর্সবার্গের স্পট কিক থামাতে পারেননি নাভাস। ডি-বক্সে প্রেসনেল কিম্পেম্বের হ্যান্ডবল ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি।

বুধবার অন্য ম্যাচে বাসাকসেহিরের মাঠে ২-১ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে লাইপজিগ দ্বিতীয় স্থানে আছে। ৩ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিএসজি গ্রুপে তৃতীয় ও তুরস্কের দল বাসাকসেহির চতুর্থ স্থানে রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত