স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০২০ ২২:৩২

৩৭ ম্যাচ পর বার্সা একাদশে নেই মেসি

লা লিগায় ১২তম অবস্থানে থাকা বার্সেলোনার একাদশে নেই লিওনেল মেসি। তাকে বাইরে রেখে রিয়াল বেতিসের বিপক্ষে দল সাজিয়েছেন কোচ রোনাল্ড কোম্যান।

কী কারণে বেতিসের বিপক্ষে একাদশে মেসি নেই, এটা স্পষ্ট জানা যায়নি। এনিয়ে টানা ৩৭ ম্যাচ বার্সার একাদশের থাকার পর বেঞ্চে বসলেন তিনি।

বার্সেলোনা ভিত্তিক একটি রেডিও বলছে, অ্যাঙ্কেলে কিছুটা সমস্যা আছে মেসির। কিন্তু এটা কি সঠিক খবর? কারণ অ্যাঙ্কেলে সমস্যা থাকলে তাকে স্কোয়াডেই ত থাকতেন না মেসি। কিছুক্ষণের জন্য খেলালেও তো আরও বড় চোটের ঝুঁকি থাকে।

বেতিস কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও ম্যাচের শুরুতে বলেছেন, ‘খুব আশ্চর্য হয়েছি যে মেসি খেলছে না। আমরা এটা আশা করিনি।’

তবে দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামান কোচ কোম্যান। নেমে একটি গোল করেন; এই গোলটিও এসেছে পেনাল্টি থেকে। মেসির আগের চারটি গোলও এসেছিল পেনাল্টি থেকে।

আপনার মন্তব্য

আলোচিত