স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর, ২০২০ ০৪:৪৮

এমবাপের জোড়া গোলের পরও পিএসজির হার

প্রথমার্ধে কিলিয়ান এমবাপে জোড়া গোল করলেন, এই অর্ধে দুই গোলে এগিয়ে যাওয়া দুই দল গেল বিরতিতে। কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য চিত্র। ফিরে আসার অসাধারণ গল্পে রাঙাল মাঠ, একে একে তিন গোল করল মোনাকো। আর এতেই চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়েছে মোনাকো।

শুক্রবার রাতে ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছে মোনাকো। জোড়া গোল করেন কেভিন ফলান্ড, অন্য গোলটি সেস ফাব্রেগাসের। এটা লিগে পিএসজির তৃতীয় হার। এই হারে অবশ্য শীর্ষস্থানে নড়চড় হয়নি। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে পিএসজি। টানা তৃতীয় জয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে মোনাকো।

এই ম্যাচের মাধ্যমে চোট কাটিয়ে নেইমার ও এমবাপে মাঠে ফিরেছেন। নেইমার গোল না পেলেও এমবাপে পেয়েছেন জোড়া গোল।

ম্যাচের ২৫তম মিনিটে মাঝমাঠ থেকে আনহেল দি মারিয়ার বল ধরে এগিয়ে যান এমবাপে। ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।

৩৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়াকে ইউসুফ ফোফানা ফাউল করলে পেনাল্টি পেয়েছিল পিএসজি।

ম্যাচের ৫২তম ও ৬৫তম মিনিটে ফলান্ডের মাধ্যমে গোলের দেখা পায় মোনাকো।

৮৪তম মিনিটে ফাব্রেগাসের সফল স্পট কিকে জয় নিশ্চিত করে মোনাকো। ফলান্ডকে দিয়ালো ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করেন ফাব্রেগাস।

আপনার মন্তব্য

আলোচিত