স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর, ২০২০ ২২:১১

আইসিসির নতুন চেয়ারম্যান নিউ জিল্যান্ডের বার্কলে

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে।

পেশায় এ আইনজীবী ২০১২ সাল থেকে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে জড়িত ছিলেন। পরবর্তীতে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্বও পান তিনি।

শশাঙ্ক মনোহরের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হিসেবে কাজ করবেন বার্কলে। এ জন্য নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে তাকে।

আইসিসির চেয়ারম্যান নির্বাচনে বার্কলের প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের ইমরান খাজা। মনোহরের পদত্যাগের পর অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি।

নিয়ম অনুযায়ী জিততে হলে ১৬ ভোটের অন্তত দুই-তৃতীয়াংশ ভোট পেতে হয় প্রার্থীকে। প্রথম দফায় ১০-৬ ভোটে খাজাকে হারান বার্কলে। কিন্তু এই জয় চেয়ারম্যান হবার জন্য যথেষ্ট ছিল না। ফলে আবারো ভোট হয়।

দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন বার্কলে।

আপনার মন্তব্য

আলোচিত