স্পোর্টস ডেস্ক

২৬ নভেম্বর, ২০২০ ১৪:২৬

ম্যারাডোনার ১০ নম্বর জার্সি তুলে রাখার আহ্বান

সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অনেকের কাছেই দিয়েগো ম্যারাডোনা ব্যাপক ভাবেই গৃহীত। অনেকের চোখে তিনি ফুটবল ঈশ্বর। একাই একটি বিশ্বকাপ এনে দেওয়ার মতো কৃতিত্ব ম্যারাডনা ছাড়া পারেননি কেউ। এ মহান নায়কের মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো পৃথিবী।

এদিকে আর্জেন্টাইন তারকার সম্মানে তাঁর ১০ নম্বর জার্সিকে স্থায়ীভাবে তুলে রাখার আহ্বান জানিয়েছেন লিগ ওয়ানের দল অলিম্পিক মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস।

ক্রীড়াবিশ্বকে কাঁদিয়ে আগের দিন রাতে হঠাৎই সংবাদটি ছড়িয়ে পড়ে। কিংবদন্তি ম্যারাডোনা আর নেই। তিগ্রেতে নিজ বাসায় হার্ট অ্যাটাক হয় তার। হাসপাতালে নেওয়ার পর আর জ্ঞান ফেরেনি।

বিজ্ঞাপন

নাপোলি, বার্সেলোনা, সেভিয়া কিংবা বোকা জুনিয়র্সের মতো যে ক্লাবেই খেলেছেন ১০ নম্বর জার্সি পরেই খেলেছেন ম্যারাডোনা। জাতীয় দলে তো বটেই। এ জার্সি পরে অনেক কৃতিত্ব গড়েছেন। তাই এ জার্সিটি তুলে রাখার কথা বলেন মার্শেই কোচ, 'ম্যারাডোনা... এটা বড় ধাক্কা। আমি চাইব ফিফা যেন সব ধরণের প্রতিযোগিতা থেকে সব দলের জন্য ১০ নম্বর জার্সি তুলে রাখে।'

ফুটবল ঈশ্বরকে সম্মান দেওয়ার এটাই সবচেয়ে সম্মানজনক উপায় বলে মনে করেন ভিলাস-বোয়াস, 'আমি মনে করি এটিই সেরা শ্রদ্ধা যেভাবে ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড়কে দেওয়া যেতে পারে। ফুটবল বিশ্বের জন্য এটা অবিশ্বাস্য ক্ষতি।'

বিজ্ঞাপন

'তবে ম্যারাডোনা শুধু তা-ই ছিলেন না। সে ফুটবল জগতের অনন্য প্রতিভা, সে যে চিত্র আমাদের মাঝে রেখে গেছেন, নেপলসে তার উষ্ণতার চিত্র, এই ধরণের জিনিসগুলো অসাধারণ।' - যোগ করে আরও বলেন তিনি।

ব্যাক্তিগতভাবেও একবার ম্যারাডোনার সঙ্গে দেখা করেছিলেন ভিলাস-বোয়াস। সে স্মৃতিও তুলে ধরেন তিনি, 'হ্যাঁ, আমি একবার তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। পিনেতিনাতে তিনি অতিথি ছিলেন, তখন আমি ইন্টার মিলান স্পোর্টস সেন্টারে ছিলাম।'

বিজ্ঞাপন

ম্যারাডোনার সঙ্গে তোলা নিজের ছবিটি তার সব শিরোপার পাশে রেখেছেন এ কোচ, 'আমি সেই ছবিটি পোর্তোতে আমার ট্রফিগুলোর পাশে রেখেছি। আমি হুবলট থেকে একটা ঘড়ি কিনেছিলাম যেটায় ম্যারাডোনা কর্তৃক স্বাক্ষর করা হয়েছিল। এবং এই ঘড়িটির পাশাপাশি তার স্বাক্ষরিত একটি জার্সিও ছিল। এটা আমি এখনও রেখে দিয়েছি। এই ভালো স্মৃতি।'

ম্যারাডোনার পাশে থাকার সেই মুহূর্ত কখনোই ভুলতে পারবেন বলে জানান এ ফরাসি, 'এটা প্রত্যেকেরই ক্ষতি। আমি কেবল একবার তার সাথে দেখা করেছি, একে অপরের পাশে, এটা এমন একটি মুহূর্ত যা আমি কখনোই ভুলব না।'

আপনার মন্তব্য

আলোচিত