স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২০ ০১:৪৩

তোরিনোকে হারাল জুভেন্টাস

জুভেন্টাস-তোরিনো; দুই দলের শক্তির পার্থক্য অনেক। লিগে অবস্থানের দিক থেকেও পার্থক্য আকাশ-পাতাল প্রায়। প্রতিপক্ষ জুভেন্টাসের লক্ষ্য যখন টানা দশম শিরোপা, তখন তোরিনোর লক্ষ্য লিগে টিকে থাকা। তবু জুভেন্টাসকে কাঁপিয়ে দিয়েছে তোরিনো। পিছিয়ে পড়েও দারুণ দক্ষতায় ম্যাচ জিতেছে জুভেন্টাস।

সেরি আর ম্যাচে শনিবার ২-১ গোলে জিতেছে তুরিনের বুড়িরা। নবম মিনিটে এগিয়ে গিয়েছিল তোরিনো। ওয়েস্ট ম্যাককেনি ও লিওনার্দো বোনুচ্চির চমৎকার দুই গোলে জয়ের হাসিতে মাঠ ছাড়ে জুভেন্টাস।

১০ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ২০। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে তোরিনো।

নবম মিনিটে কর্নার ক্লিয়ার করতে পারেনি জুভেন্টাসের কেউ। সোয়াইলো মেইতের ফ্লিকে বল পেয়ে বাম পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অরক্ষিত নিকোলাস এনকোলো।

গোলের জন্য মরিয়া জুভেন্টাস ৭৭তম মিনিটে ফেরায় সমতা। কুয়াদরাদোর ক্রসে দূরের পোস্টে অরক্ষিত ম্যাককেনি চমৎকার হেডে খুঁজে নেন জাল। সেরি আয় যুক্তরাষ্ট্রের মিডফিল্ডারের এটাই প্রথম গোল।

৮৯তম মিনিটে কুয়াদরাদোর আরেকটি চমৎকার ক্রসে প্রায় একইভাবে জাল খুঁজে নেন বোনুচ্চি। জুভেন্টাস অধিনায়কের হেড থামানোর কোনো সুযোগই ছিল না তোরিনো গোলরক্ষকের।

১০ ম্যাচে পঞ্চম জয় পেল জুভেন্টাস, বাকি পাঁচ ম্যাচ ড্র। তোরিনোর এটি ষষ্ঠ হার।

আপনার মন্তব্য

আলোচিত