স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২০ ১০:০২

কাদিসের কাছে এবার বার্সেলোনার হার

১৫ বছর পর লা লিগায় ফেরা কাদিস এবার হারিয়ে দিয়েছে জায়ান্ট বার্সেলোনাকে। ফেরার ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দেওয়া কাদিসের এবারের জয় ২-১ গোলে। আলভারো হিমেনেসের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর গতবারের রানার্সআপ বার্সেলনার ভুলের সুযোগে জয়সূচক গোলটি করেন আলভারো নেগ্রেদো।

এটা নিজেদের মাঠে কাদিসের প্রথম জয়। আসরে কাদিসের এটি পঞ্চম জয়, আগের চারটি ছিল অ্যাওয়ে ম্যাচে। ১৯৯১ সালের পর প্রথম বার্সেলোনাকে হারাল তারা, আর এবারের আসরে চার হারের মধ্যে এটা প্রতিপক্ষের মাঠে তৃতীয় হার বার্সেলোনার।

ম্যাচের অষ্টম মিনিটে কর্নারে ফালোর হেড ফ্লিকে ছোট ডি-বক্সে আসা বল ঠেকাতে গিয়ে নিজেদের জালের দিকেই হেড করে বসেন বার্সার ডিফেন্ডার অস্কার মিনগেসা। গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন ঝাঁপিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি পুরোপুরি। বাকি কাজটা সারেন হিমেনেস, গোললাইন থেকে টোকা দিয়ে উচ্ছ্বাসে মাতান কাদিসকে।

এক গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা একের পর এক আক্রমণ করতে থাকে। ম্যাচের ৫৭তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে সমতায় ফেরে লিওনেল মেসিরা। ডি-বক্সে মেসির পাস পেয়ে বাঁ দিক থেকে জর্দি আলবার শট ডিফেন্ডার পেদ্রো আলকালার পায়ে লেগে দিক পাল্টে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।

ম্যাচের ৬৩তম মিনিটে আরেক ভুলে আবারও পিছিয়ে পড়ে তারা। নিজেদের ডি-বক্সে সতীর্থ ক্লেমোঁ লংলের উদ্দেশে থ্রোয়িং করেছিলেন আলবা, কিন্তু বল পায়ে নিতে পারেননি ফরাসি ডিফেন্ডার। দলকে বিপদমুক্ত করতে ছুটে আসেন টের স্টেগেন, তিনিও পারেননি, ঠান্ডা মাথায় প্রথম ছোঁয়ায় বল কেড়ে নিয়ে দ্বিতীয় ছোঁয়ায় ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড নেগ্রেদো।

১২ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে কাদিস। ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা।

রিয়াল ভাইয়াদলিদকে ২-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। এক ম্যাচ বেশি খেলা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ২৪।

আরেক ম্যাচে সেভিয়ার মাঠে ১-০ গোলে জেতা রিয়াল মাদ্রিদ ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল।

আপনার মন্তব্য

আলোচিত