স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২০ ১০:২৮

বেনজেমার জোড়া গোলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগ

ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার জোড়া গোলে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় ওঠেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রেকর্ড ৩৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

প্রথম লেগে গত অক্টোবরে জার্মান দলটির মাঠে ২-২ ড্র করেছিল জিদানের দল। ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্কের মধ্যে একই সঙ্গে শুরু হওয়া গ্রুপের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফলে শেষ রাউন্ডে হেরেও শেষ ষোলোয় উঠেছে মনশেনগ্লাডবাখ।

শুরু থেকে গোছানো ফুটবল খেলা রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ম্যাচের নবম মিনিটেই। ডান দিক দিয়ে লুকাস ভাসকেস আক্রমণে উঠে ক্রস বাড়ান ডি-বক্সে। আর লাফিয়ে নেওয়া হেডে বল জালে পাঠান বেনজেমা।

ছয় মিনিট পর আরেকটি নিখুঁত হেডে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডান দিক থেকে একজনের বাধা এড়িয়ে রদ্রিগোর বাড়ানো ক্রসে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। আসরে তার গোল হলো চারটি।

ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১০। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মনশেনগ্লাডবাখ। মনশেনগ্লাডবাখের সমান ৮ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তিন নম্বরে শাখতার। ইউরোপা লিগে খেলবে ইউক্রেনের দলটি। ৬ পয়েন্ট নিয়ে তলানিতে ইন্টার।

শেষ ষোলোতে ওঠা দলগুলো:
গ্রুপ চ্যাম্পিয়ন ৮ দল: বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, পিএসজি

গ্রুপ রানার্সআপ ৮ দল: আতলেতিকো মাদ্রিদ, বরুশিয়া মনশেনগ্লাডবাখ, পোর্তো, আতালান্তা, সেভিয়া, লাৎসিও, বার্সেলোনা, লাইপজিগ

আপনার মন্তব্য

আলোচিত