স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২০ ০৩:৫১

মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল মাদ্রিদ

ছবি: টুইটার

স্প্যানিশ লা লিগায় দুই নগর প্রতিদ্বন্দ্বির লড়াইয়ে জিতল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে আলফ্রেদো ডি স্টেফানো স্টেডিয়ামে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের পক্ষে প্রথম গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। অপর গোলটি অ্যাতলেতিকো মাদ্রিদের গোলরক্ষকের আত্মঘাতী।

এই ম্যাচের মাধ্যমে লা লিগায় টানা ২৬ ম্যাচ অপরাজেয় থাকার ছেদ পড়ল অ্যাতেলেটিকো মাদ্রিদের। গত ফেব্রুয়ারিতে করিম বেনজেমার গোলে সর্বশেষ রিয়ালের বিপক্ষে হেরেছিল তারা।

ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের কর্নারে হেডে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান অরক্ষিত কাসেমিরো।

ম্যাচের ৬৩তম মিনিটে দানি কারভাহালের দূরপাল্লার শট ও ভাগ্যের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ক্রুসের ফ্রি কিকে ডি-বক্সে বল হেডে ক্লিয়ার হলেও পেয়ে যান কারভাহাল। বুক দিয়ে নামিয়ে স্প্যানিশ ডিফেন্ডারের নেওয়া জোরালো শটে বল পোস্টে লেগে ফিরে আসার সময়ে গোলরক্ষক ওবলাকের পিঠে লেগে জালে জড়ায়।

এই জয়ে ১২ ম্যাচ শেষে জিনদিনে জিদানের দলের পয়েন্ট ২৩। ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ২৫। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে রয়েছে বার্সেলোনা।

আপনার মন্তব্য

আলোচিত