স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২০ ১২:৩২

গোলাপি বলে ‘চোখে শর্ষেফুল’ দেখল ভারত

গোলাপি বলে চোখে শর্ষেফুল দেখল ভারত! অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে মাত্র ভারত মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গেছে! টেস্ট ক্রিকেটে এটি ভারতের সর্বনিম্ন স্কোর।

আগেরটি ছিল ৪২ রানের, ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে।

প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডের ঝড়ো পেস বোলিংয়ে স্রেফ উড়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। কামিন্স ২১ রানে ৪ উইকেট পান। হ্যাজেলউডের শিকার ৮ রানে ৫ উইকেট! মাত্র ২১.১ ওভারে ৩৬ রানে শেষ ভারতের ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ২৬ রানের লজ্জাজনক রেকর্ডটা অবশ্য এখনো নিউ জিল্যান্ডের।

তৃতীয় দিনের সকালের এক সেশনেই গুটিয়ে যায় ভারত। নাইটওয়াচম্যান জাসপ্রিত বুমরার আউটের পরই যেন ভেঙে পড়ল ভারতের পুরো ইনিংস। দলের কোন ব্যাটসম্যান ডাবল ফিগারে পৌছাতে পারলেন না। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল দলের হয়ে খেললেন সবচেয়ে বেশি ৪০ বল। দলের হয়ে সর্বোচ্চ ৯ রান তারই। বিরাট কোহলির ফিরলেন ৪ রানে।

শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সামী চোট পেয়ে মাঠ ছাড়লে ভারতের ইনিংস গুটিয়ে যায় ৩৬ রানে। প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ছত্রখান! ম্যাচ জিততে শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন দাড়ায় মাত্র ৯০ রানের।

আপনার মন্তব্য

আলোচিত