স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ, ২০২১ ০১:৩৯

মাদ্রিদ ডার্বিতে হারেনি কেউ

লড়াইটা ছিল লা লিগার পয়েন্ট টেবিলের। ছিল মর্যাদারও। রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার ওই লড়াইয়ে জেতেনি কোনো দল। অ্যাথলেটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অ্যাতলেটিকো ও তিনে থাকা লস ব্লাঙ্কোসদের পয়েন্ট হারানোয় তাই লাভ হয়েছে বার্সেলোনার। রোজি ব্লাঙ্কোসদের সঙ্গে কমেছে তাদের পয়েন্ট ব্যবধান। আর বেড়েছে জিদানের দলের সঙ্গে।

রোববার রাতে লা লিগার হাই ভোল্টেজ এই ম্যাচে ১২ মিনিটের মাথায় গোল করেন বার্সেলোনা থেকে অ্যাতলেটিকো মাদ্রিদে আসা উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তার গোলেই জয় দেখছিল ডিয়াগো সিমিওনের দল। কিন্তু ৮৮ মিনিটে বার বার গোলের সুযোগ হারানো করিম বেনজেমা দলকে সমতায় ফেরান। কাসেমিরোর তৈরি করে দেওয়া সহজ সুযোগ থেকে গোল করে দলের হার এড়ান।

২৫ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।

আপনার মন্তব্য

আলোচিত