স্পোর্টস ডেস্ক

০৯ মে, ২০২১ ০২:৩৪

শিরোপাস্বপ্ন রিয়ালের হাতে ছেড়ে দিয়ে আতলেটিকো-বার্সার ড্র

লা লিগায় বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদের ম্যাচে দুই দলের সামনে জয় ছাড়া বিকল্প ছিল না। যোগ করা সময়সহ জমজমাট ৯৬ মিনিটের ম্যাচে জিতল না কোনোদল। গোলশূন্য ড্র করে দুই দলই শিরোপাভাগ্য তুলে দিয়েছে রিয়াল মাদ্রিদের হাতে। এখন দুই দলের কারও শিরোপা জিততে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর সঙ্গে সঙ্গে নিজেদের বাকি তিন ম্যাচ জিততেই হবে। আর অন্যদের দিকে না তাকিয়ে রিয়ালকে শেষ চার ম্যাচ জিতলেই চলছে।

কাম্প নউয়ে শনিবার স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এখনো আতলেতিকোই আছে। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। কিন্তু রোববার সেভিয়াকে হারিয়ে দিলেই শীর্ষে উঠে যাবে রিয়াল। ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট পাওয়া রিয়াল যে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে দুই দলের চেয়ে। নিজেদের বাকি সব ম্যাচে তিন দলই যদি জয় পায় তবে লা লিগা এবার রিয়ালই জিতবে।

আসরে প্রথম দেখায় গত নভেম্বরে আতলেটিকোর মাঠে ইয়ানিক কারাসকোর একমাত্র গোলে হেরেছিল বার্সেলোনা।

আপনার মন্তব্য

আলোচিত