স্পোর্টস ডেস্ক

২৭ মে, ২০২১ ১৪:১৭

সিপিএলে জ্যামাইকা তালাওয়াসে ফিরলেন সাকিব

আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর। আর এক বছর বিরতি দিয়ে আবারও সিপিএলে ফিরতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আসন্ন মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।

সিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করা হয়েছে। এক স্ট্যাটাসে সাকিবের বোলিংয়ের ভিডিও পোস্ট করে তারা লিখেছে, ‘‘সিপিএল ২০২১ সংস্করণে জ্যামাইকা তালাওয়াসে ফিরলেন সাকিব।’

এর আগে সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টস ও তালাওয়াসের হয়ে খেলেছিলেন সাকিব। শুরুর দিকে ২০১৬ এবং ২০১৭ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন বাংলাদেশি তারকা। এরপর ২০১৮ ও ২০১৯ মৌসুমে বার্বাডোজের জার্সিতে খেলেন। দুদলের হয়েই অবশ্য ট্রফি জেতার অভিজ্ঞতা হয়েছে তাঁর। এ ছাড়া বার্বাডোজের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নেওয়ারও রেকর্ড আছে সাকিব আল হাসানের।

মাঝে নিষিদ্ধ থাকায় ২০২০ সালের আসরে ছিলেন না সাকিব। এক মৌসুম বিরতি দিয়ে ফের ক্যারিবীয় লিগে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আপনার মন্তব্য

আলোচিত