স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৩৮

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মেসির হতাশার অভিষেক

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হয়েছে লিওনেল মেসির। অভিষেকে গোল পাননি তিনি, অ্যাসিস্টও করতে পারেননি। উলটো ম্যাচের ৭২তম মিনিটে দেখেছেন হলুদ কার্ড। মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেকে নিয়ে পিএসজির আক্রমণভাগও মেলেনি ধরতে পারেনি নিজেদের। ফলে হতাশার ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কাগজেকলমে শক্তিশালী দল গড়া পিএসজিকে।

ক্লাব ব্রুজের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-১ ড্র করেছে পিএসজি। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। এররেরা পিএসজিকে এগিয়ে নেওয়ার পর ব্রুজকে সমতায় ফেরান হান্স ফানাকেন।

ম্যাচে বলের নিয়ন্ত্রণে পিএসজি এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে ব্রুজ। প্রথমার্ধে চার শটের তিনটি লক্ষ্যে রাখা পিএসজি এগিয়ে যায় পঞ্চদশ মিনিটে। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এমবাপে দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সে কাটব্যাক করেন। নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন এররেরা।

এ অর্ধে আট আক্রমণের চারটি লক্ষ্যে রাখা ব্রুজ সমতার উচ্ছ্বাসে মাতে ২৭তম মিনিটে। এদুয়ার্দ সোবোলের পাসে ফানাকেনের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।

গ্রুপের অন্য ম্যাচ উপহার দিয়েছে ৯ গোলের রোমাঞ্চকর লড়াই। সেখানে জার্মানির দল লাইপজিগকে ৬-৩ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি।

আপনার মন্তব্য

আলোচিত