সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০২১ ১১:৩৩

সাকিবকে কলকাতার অধিনায়ক হিসেবে চান আকাশ চোপড়া

কলকাতা নাইট রাইডার্সকে প্লে-অফে যেতে হলে এখন বসতে হচ্ছে অনেকগুলো সমীকরণ নিয়ে। যে সমীকরণই ধরা হোক- তাতে আগামী ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই। দুইবারের চ্যাম্পিয়নদের জয়ের ধারায় ফেরাতে সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে চান আকাশ চোপড়া।

ভারতের সাবেক এই ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকের তোপ মূলত কলকাতার বর্তমান অধিনায়ক ইয়ন মরগানের প্রতি। চলতি আসরেই দীনেশ কার্তিককে সরিয়ে কলকাতার অধিনায়ক করা হয় মর্গানকে। কিন্তু ব্যাট হাতে মর্গান এতটাই ম্লান যে একাদশে তার অন্তর্ভুক্তিই ‘বোঝা’ হিসেবে ঠেকছে।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘হতাশাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। বাকি ম্যাচগুলোতে সাকিবকে অধিনায়ক করার কথা কি কলকাতা ভাবতে পারে? মরগানের বিরোধিতা নয়, কিন্তু রান না পেলে তো মরগান কার্যকরী হচ্ছে না।’

মরগানের প্রতি সহানুভূতি জানিয়ে আকাশ আরও উল্লেখ করেন, ‘সেরা খেলোয়াড়দের সাথেও এমন অফ ফর্ম হতে পারে। সাকিব কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারবে। এ নিয়ে আপনার ভাবনা কী?’

আকাশের সাথে সহমত পোষণ করেছেন কেউ কেউ, আবার অনেকেই অন্য কারও হাতে অধিনায়কত্ব তুলে দিয়ে মরগানের জায়গায় সাকিবকে একাদশে ফেরাতে আকাশের টুইটে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, চতুর্দশ আইপিএলে প্রথম তিন ম্যাচ খেলে একাদশ থেকে বাদ পড়া সাকিব আর একটি ম্যাচও খেলতে পারেননি।

আপনার মন্তব্য

আলোচিত