স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর, ২০২১ ২০:৫৫

ফেরার মাসেই সেরার পুরস্কার রোনালদোর

জুভেন্টাস ছেড়ে পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত আগস্টের শেষদিকে রেড ডেভিলদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন পর্তুগিজ উইঙ্গার। ফিরেই জিতেছেন একটি পুরস্কার।

সেপ্টেম্বরে সিআরসেভেনকে ফের দেখা যায় ইউনাইটেডের জার্সিতে। নিউ ক্যাসলের বিপক্ষে জোড়া গোল করে দ্বিতীয় মেয়াদে ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনটাও স্মরণীয় করে রাখেন ৩৬ বছর বয়সী তারকা।

এবার, ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার প্রথম মাসেই ৩ ম্যাচে ৩ গোল করে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রোনালদো।

ওল্ড ট্রাফোর্ডে প্রথম মেয়াদ থাকাকালীন চারবার এই পুরস্কার জেতেন রোনালদো। ২০০৬ সালের নভেম্বর ও ডিসেম্বরের পর ২০০৮ সালের জানুয়ারি ও মার্চে মাস সেরার পুরস্কার জেতেন তিনি।

সেপ্টেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জেতার দৌড়ে পর্তুগিজ তারকা পেছনে ফেলেন ম্যানচেস্টার সিটি ফুলব্যাক ও স্বদেশি তারকা হোয়াও কানসেলো, চেলসি ডিফেন্ডার আন্তনিও রুদিগার, নিউ ক্যাসল ফরোয়ার্ড অ্যালান সেইন্ট-ম্যাক্মিম, ওয়াটফোর্ড উইঙ্গার ইসমাইলা সার ও লিভারপুলের মোহামেদ সালাহকে।

এই পুরস্কার দেওয়া হয় প্রিমিয়ার লিগ ওয়েবসাইটে দেওয়া সমর্থকও ও ‍ফুটবল বিশেষজ্ঞদের যৌথ মূল্যায়নের ভিত্তিতে।

আপনার মন্তব্য

আলোচিত