স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর, ২০২১ ১৯:১৬

বার্সেলোনাকে ফেভারিট ভাবেন না মেসি!

পুরনো ছবি

লিওনেল মেসি ও বার্সেলোনা- এতদিন সমার্থকই ছিল অনেকের কাছে। মেসিও ভালোবেসেছেন, যৌবনের পুরোটা সময় ব্যয় করেছেন ক্লাবের হয়ে। পেয়েছেন তারকাখ্যাতিও। সঙ্গে সঙ্গে ক্লাবকেও এনে দিয়েছেন অনেক সাফল্য। সেই মেসি এখন বার্সেলোনায় নেই- এটা পুরনো খবরই!

সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিভিন্ন বিষয় নিয়ে মেসি এমন এক কথা বলেছেন যা শুনে যেকোনো বার্সেলোনা সমর্থক হতাশই হবেন। ফ্রান্স ফুটবল সাময়িকীকে সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন মেসি। প্রসঙ্গক্রমে সেখানে উঠে এসেছে নিজের সাবেক ক্লাব বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগের বিভিন্ন বিষয়।

মেসির চোখে সম্ভাব্য চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের তালিকায় কে কে আছে, এমন একটা প্রশ্নের জবাবে অন্যান্য অনেক ক্লাবের নাম বললেও, নিজের সাবেক ক্লাবের নামই বলেননি মেসি।

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে কি না, এমন প্রশ্নের জবাবে নিজেদের একতরফা ফেবারিট মানতে রাজি হননি মেসি, ‘সবাই বলছে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। কিন্তু আমার কাছে মনে হয়, আরও অনেক দল আছে, যাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার সামর্থ্য আছে।’

সে দলগুলোর নাম বলতে মেসি বলছেন- ‘চেলসি আছে, আছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানও আছে। রিয়াল মাদ্রিদ সব সময়ই এই প্রতিযোগিতায় ভালো করে।’

জানি না আমি কোনো ক্লাবের নাম বলতে ভুলে গেলাম কি না, এমনও বলেছেন মেসি। মেসির ফেভারিটের তালিকায় বার্সেলোনার পাশাপাশি নেই লিভারপুলের নামও!

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সম্ভাবনা সম্পর্কে মেসি বলেন, ‘আমাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছেন। তবে আমাদের নিজেদের মধ্যে রসায়ন ও বোঝাপড়াটা বাড়াতে হবে। শিরোপা জেতার জন্য একটা দল হিসেবে খেলা অনেক জরুরি। এই একটি দিকেই আমরা অন্যান্য ক্লাবের থেকে পিছিয়ে আছি।’

আপনার মন্তব্য

আলোচিত