সিলেটটুডে ডেস্ক:

২০ অক্টোবর, ২০২১ ২২:০৯

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চায় পাপুয়া নিউগিনি

বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের জন্য এ ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। সুপার টুয়েলভে কোয়ালিফাই করতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই এবং রান রেটেও এগিয়ে থাকতে হবে। অপরদিকে প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়া পাপুয়া নিউগিনি বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটাতে চায়।

বুধবার (২০ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা দেশটির ব্যাটার চার্লস আমিনি বলেছেন, রান রেটের ব্যাপারে তারা খুব একটা ভাবছে না। একটাই টার্গেট, বড় ব্যবধানে ম্যাচ জয়। তবে প্রাথমিক লক্ষ্য বাংলাদেশকে হারানো।

তিনি বলেন, ‘এটি আমাদের জন্য বড় সুযোগ। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি দলের সঙ্গে এটাই আমাদের প্রথম ম্যাচ হবে। যদিও তারা (বাংলাদেশ) প্রথম ম্যাচটি হেরেছে, তবুও এখনো ভালো টিম। আমরা আমাদের প্রচেষ্টায় গর্বিত। প্রথম দুটি ম্যাচ হারলেও আমরা এখনো আশাবাদী যে, আমাদের সুযোগ আছে। স্কটল্যান্ড প্রথম ম্যাচে অঘটন ঘটিয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি (বাংলাদেশকে হারানো) করতে পারবো বলে আমরা মোটামুটি নিশ্চিত।’

চার্লস আমিনি বলেন, ‘আমাদের প্রথম চেষ্টা হবে ম্যাচটি জয় করা। বিশ্বকাপে ম্যাচ জয় হবে ইতিহাস সৃষ্টি করা। ম্যাচে কী ঘটবে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হয়, আমরা চেষ্টা করবো সেটিকে সফল করার।’

বিশ্ব মানচিত্রে পিএনজি (পাপুয়া নিউগিনি) ক্রিকেটকে তুলে ধরার এটাই সুযোগ। আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি, যোগ করেন তিনি।

বৃহস্পতিবার ওমানের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভৈন্যুতে রাত ৮টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ওমান। কোন দুই দল সুপার টুয়েলভে কোয়ালিফাই করবে, সেটা ওই ম্যাচ শেষেই নিশ্চিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত