স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২১ ১২:১৩

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হচ্ছে ১৪ নভেম্বর। পাকিস্তান ফাইনাল খেলে পরেরদিনই বাংলাদেশের উদ্দেশে উড়ে আসার কথা। সরাসরি দুবাই থেকে ঢাকায় আসবেন বাবর আজমরা। বাংলাদেশে তিন টি-টোয়েন্টির সঙ্গে দুই টেস্ট খেলবেন সফরকারীরা। আসন্ন সফরের জন্য ১৮ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সোমবার রাতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য এ স্কোয়াড ঘোষণা করে পিসিবি।

ঘোষিত স্কোয়াডের নেতৃত্বে আছেন যথারীতি বাবর আজম। মোহাম্মদ হাফিজ ছাড়া পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাকি ১৪ ক্রিকেটারই আছেন বাংলাদেশ সফরের এই স্কোয়াডে। নতুন সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন, ইফতেখার আহমেদ, হায়দার আলী ও খুশদিল শাহ।

এই সফর দিয়েই ২০১৬ এশিয়া কাপের পর আবার বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাদের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ৪ শেষ টেস্ট ডিসেম্বর ঢাকায়।

আপনার মন্তব্য

আলোচিত