সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০২১ ১৯:৩৯

বাদ পড়লেন সৌম্য-লিটন, পাকিস্তানের বিপক্ষে দলে ৪ নতুন মুখ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের ব্যর্থতায় ১৬ সদস্যের দলে জায়গা হয়নি লিটন দাস ও সৌম্য সরকারের।

মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বিসিবি৷

বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সাকিব আল হাসান ও সাইফউদ্দিন। দলে ফিরেছেন নাজমুল শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব।

খারাপ ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন ও সৌম্য। সাকিব ও সাইফউদ্দিন নেই চোটের কারণে।

আর অভিজ্ঞ মুশফিকুরকে বিশ্রামে রাখা হয়েছে। টেস্ট সিরিজে দলে ফিরছেন তিনি।

এদের জায়গায় দলে ডাক পেয়েছেন সাইফ হাসান, শহিদুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব ও কামরুল রাব্বি। এ ছাড়া ডাক পেয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের সাবেক অধিনায়ক আকবর আলী।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সাইফ, শহিদুল, আকবর ও ইয়াসির রাব্বি।

১৯, ২০ ও ২২ নভেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

১৬ সদস্যের বাংলাদেশ দল

মোহাম্মদ নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির রাব্বি, আকবর আলী।

আপনার মন্তব্য

আলোচিত