স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২১ ২০:৩৮

চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-পিএসজি

কারিগরি সমস্যায় আগের করা ড্র বাতিল করেছিল উয়েফা। এর ফলে বদলে গেছে দলগুলোর প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর চূড়ান্ত ড্রয়ে তারকাসমৃদ্ধ পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ইউরোপ সেরা প্রতিযোগিতাটির নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়।

সালসবুর্ক খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। স্পোর্তিং লিসবনের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। আয়াক্স ও বেনফিকা মুখোমুখি হবে পরস্পরের। চেলসির বিপক্ষে খেলবে লিল।

জুভেন্টাস খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। ইন্টার মিলান খেলবে লিভারপুলের বিপক্ষে। এবং পিএসজি ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে।

এরআগে প্রথম ড্র বাতিল করা প্রসঙ্গে উয়েফা একটি টুইটে জানিয়েছিল, ‘বহিরাগত একটি প্রতিষ্ঠানের সরবরাহকৃত একটি সফটওয়্যার কর্মকর্তাদের কোন দলের আর কোন কোন দলের সঙ্গে খেলার সম্ভাবনা আছে, সেটা জানায়। সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রতে একটা ভুল হয়েছে। এর ফলে এই ড্র বাতিল বলে গণ্য হলো’

আপনার মন্তব্য

আলোচিত