স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২১ ১১:৩৮

রিয়াল মাদ্রিদকে না পেলেই খুশি হতে রামোস, তবে...

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ পিএসজি। রিয়ালে খেলে তারকা হয়ে ওঠা স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রামোস পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে বলছেন, রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে না পেলেই খুশি হতেন তিনি। তবে এও বলছেন, তিনি পেশাদার ফুটবলার, এবং এই পেশাদারত্বের কারণে পিএসজির জন্যে মাঠে মরতেও রাজি তিনি।

রামোস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পেশাদারির ময়দানে আবেগ-ভালোবাসার জায়গা নেই। জানিয়েছেন, রিয়ালের বিপক্ষে পিএসজির হয়ে মরতেও রাজি তিনি!

তার বয়ানে, ‘আমি যখন প্লেনে চাপলাম, তখন শুনলাম আমরা প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়েছি। প্রতিপক্ষ হিসেবে তাদের আমি বেশ পছন্দ করি। কিন্তু পরে দেখা গেল তা বাতিল হয়ে গিয়েছে। রিয়াল মাদ্রিদকে না পেলেই খুশি হতাম। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার ব্যাপারটা আনন্দ দিচ্ছে। কারণ, আমি কোভিডের কারণে ঠিকভাবে বিদায় নিতে পারিনি। ভাগ্য অনেক অনিশ্চিতভাবে কাজ করে। অন্য কোনো দলের বিপক্ষে পড়লে খুশি হতাম। কারণ, সবাই জানে আমি রিয়াল মাদ্রিদকে কতটা ভালোবাসি।’

রিয়াল মাদ্রিদকে ভালোবাসলেও রামোস জানেন, পিএসজি তার ওপর কতটা ভরসা করে, যে ভরসার প্রতিদান এখনো ঠিকঠাক দিতে পারেননি। ফ্রি দলবদলে কয়েক মাস আগে পিএসজিতে গেলেও বিভিন্ন চোটাঘাতে রামোসের অভিষেকই হয়েছে সম্প্রতি। তাই পিএসজিকে বাড়তি কিছু দেওয়ার একটা তাগিদ ভেতর থেকেই অনুভব করছেন তিনি, ‘আমি পিএসজিকে পরের রাউন্ডে নেওয়ার জন্য সবকিছু করব। তারা আমার ওপর ভরসা রেখেছে। আমি এখন তাদের জন্য মরতেও রাজি।’

আপনার মন্তব্য

আলোচিত