সিলেটটুডে ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২১ ১৬:০৮

বাংলাদেশের রেকর্ড নিজেদের করে নিল পাকিস্তান

চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের অর্জন বলতে কেবল জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। কিন্তু অজি ও কিউইদের বিপক্ষে জয় নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, ঘরের মাঠে স্পিন উইকেটে খেলে এই সাফল্য। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ফল দিতে পারেনি। উল্টো একের পর এক পরাজয়ে বিধ্বস্ত বাংলাদেশ দল।

তবে এই ফরম্যাটে ঠিকই একটি রেকর্ডে নাম লেখাতে সক্ষম হয় টাইগাররা। এক বছরে সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক টি-টোয়েন্টি (২৭টি) ম্যাচ খেলার রেকর্ড গড়ে বাংলাদেশ। কিন্তু এখন সেটিও ভেঙে দিয়েছে পাকিস্তান। গতকাল (১৪ ডিসেম্বর) করাচিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাবর আজমের দল। এর মধ্য দিয়ে এক বছরে সর্বোচ্চ সংখ্যক টি-টোয়েন্টি (২৮টি) খেলার রেকর্ড গড়লো তারা। এই বছর তাদের আরও একটি ম্যাচ রয়েছে। ফলে সংখ্যাটা বেড়ে ২৯ হচ্ছে।

এই তালিকার তৃতীয় স্থানে আছে আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডস। তারা ২০১৯ সালে মোট ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। একই বছর আয়ারল্যান্ড ও চলতি বছর দক্ষিণ আফ্রিকা ২৩টি করে ম্যাচ খেলেছে। তারা যৌথভাবে চতুর্থ স্থানে।

আপনার মন্তব্য

আলোচিত