ক্রীড়া প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০১৫ ২২:৩৮

ছয়ে এক জয়, তবু সেমির স্বপ্ন দেখছে সিলেট সুপারস্টারস

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম পর্ব আর চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট তালিকার তলানিতে পড়ে আছে মুশফিকুর রহিমের সিলেট সুপার স্টারস। ছয় ম্যাচে মাত্র একটি জয়। এমন অবস্থায় সে দলের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখা বাড়াবাড়িই, আর যেখানে হাতে মাত্র চার ম্যাচ।

সে বাড়াবাড়ি রকমের স্বপ্নের কথাই জানালেন সিলেট সুপারস্টারস দলের ক্রিকেটার জসুয়া কব।

জসুয়া কব বলছেন, ‘কঠিন সমীকরণের সামনে আমরা। প্রতিটি ম্যাচই জিততে হবে আমাদের। এ কাজটা যদিও কঠিন, তাই বলে অসম্ভব নয়। শহীদ আফ্রিদি, সোহেল তানভির যোগ হওয়ায় আমাদের দলের শক্তি অনেকাংশে বেড়েছে। এটাই আমাদের আরো আশাবাদী করে তুলেছে।’

শনিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সিলেটের এই ইংলিশ ক্রিকেটার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

বিপিএলের সিলেটের ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যায়, সিলেটকে বাজেভাবে হারতে হয়েছে খুব কমই ম্যাচে। দুভার্গ্যজনকভাবে দুটি ম্যাচে হারতে হয়েছে তাদের মাত্র এক রানে। আর একটিতে ৬ রানে।

এমন হারের প্রসঙ্গে জসুয়া কব বলেন, ‘এটা অবশই আমাদের দুর্ভাগ্য বলতে হবে। দুটি ম্যাচই আমরা মাত্র এক রানের ব্যবধানে হেরেছি। যদিও আমাদের দলটা খুবই ভালো হয়েছে, তারপরও ক্রমাগত আমরা ম্যাচ হারছি। বলতে পারেন এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। ভাগ্য আমাদের পক্ষে থাকছে না।’

এদিকে বিপিএলে রবিবার (৬ ডিসেম্বর) দুপুর ২:০০ টায় শুরু হচ্ছে তৃতীয় পর্বের খেলা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল সিলেট সুপারস্টারস।

ম্যাচে বরিশাল বুলসের হয়ে মাঠে নামবেন ক্যারিবীয় ড্যাশিং ক্রিকেটার ক্রিস গেইল। বিপিএলে দুই আসরে তিনটি সেঞ্চুরি রয়েছে তার। বরিশাল বুলস ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতে এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর আগেরবারের দেখায় বরিশাল বুলসের বিপক্ষে ১ রানে হেরেছিলো সিলেট।

আপনার মন্তব্য

আলোচিত