ক্রীড়া প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০১৫ ১৭:৩০

দাপট দেখিয়ে বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

টুর্নামেন্ট শুরুর আগে যাদের সম্ভাবনা খুব কম বলে মনে করছিলেন বিশ্লেষকরা  সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সই সবার আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগের তৃতীয় আসরে ফাইনালে উঠে গেল। কোয়ালিফায়ারের রাউন্ডের ম্যাচে আজ শনিবার (১২ ডিসেম্বর) তারা ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্সকে।

নতুন ফ্রেঞ্চাইজি হিসেবে প্রথমবার খেলতে এসেই ফাইনালে উঠল তারা অবশ্য অধিনায়ক মাশরাফির জন্য ব্যাপারটা একদম নতুন নয়। বিপিএলের আগের দুই আসরের কেবল ফাইনালিস্ট দলের অধিনায়কই নন, দুটি শিরোপাও তাঁর হাতেই উঠেছিল। কুমিল্লাকে এবার শিরোপা জেতাতে পারলে টানা ৩ আসরেই শিরোপা জয়ী অধিনায়ক হবেন নড়াইল এক্সপ্রেস।

কুমিল্লার করা ১৬৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর। দেশের ক্রিকেটের নতুন সেনশেশন আবু হায়দার রনির জোড়া আঘাতে দুই ওপেনার হারিয়ে বিপাকে পড়া রংপুর আর কখনই প্রতিরোধ গড়তে পারেনি। অলআউট হয়েছে মাত্র ৯১ রান। বাজে শট খেলে আউট হয়েছেন অধিনায়ক সাকিবও। কুমিল্লার পক্ষে রনি ৪টি ও জায়িদি ৪টি উইকেট পেয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে কুমিল্লাকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাশ। ১০ ওভারে তাদের ৭৯ রানের ভীতের উপর ভর করেই বড় সংগ্রহ পায় কুমিল্লা। লিটন ২৮ রান করে আউট হলেও ইমরুল খেলেন ৬৭ রানের ঝলমলে ইনিংস। যদিও থিসিরা পেরেরার পেসে মাঝপথে কয়েকটি উইকেট হারিয়ে শঙ্কায় পড়েছিল তারা।  তবে শেষ দিকে জায়িদির জড়ো ৪০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় মাশরাফির দল।

আপনার মন্তব্য

আলোচিত