স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০২২ ০৩:২১

রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে হারাল পর্তুগাল

উয়েফা নেশন্স লিগ

আগের ম্যাচে শেষ মুহূর্তের গোলে স্পেনের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল পর্তুগাল। সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এসে দেখা মিলল জয়ের। উয়েফা নেশন্স লিগে লিসবনে রোববার রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

পর্তুগালের হয়ে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্য দুই গোলদাতা উইলিয়াম কারবাইয়ো ও জোয়াও কানসেলো।

ম্যাচের সপ্তম মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান হারিস সেফেরোভিচ। তবে জেরদান শাচিরির কর্নারে উড়ে আসা বল শুরুতে ফাবিয়ান শারের হাতে লাগায় হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। মুহূর্তেই বিষাদ নামে সুইজারল্যান্ড শিবিরে।

পঞ্চদশ মিনিটে রোনালদোর নিচু ফ্রি কিক রক্ষণ দেয়ালের নিচ দিয়ে গিয়ে সুইজারল্যান্ডের আরেকজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল, দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক গ্রেগর কোবেল। তবে বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল সহজেই লক্ষ্যে পাঠান কারবাইয়ো।

৩৫তম মিনিটে পাল্টা আক্রমণে ব্রুনো ফের্নান্দেস পাস বাড়ান ডি-বক্সে দিয়েগো জটাকে। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে তিনি এক পলকে দেখে নেন পেছনে ছুটে এসেছেন রোনালদো। মুহূর্ত দেরি না করে সেদিকে বল বাড়ান লিভারপুল ফরোয়ার্ড আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক।

৩৯তম মিনিটে আবারও রোনালদোর গোল। এবারও আক্রমণের শুরুতে ছিলেন ফের্নান্দেস। প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে তার বাড়ানো বল নিয়ে বাইলাইন ধরে এগিয়ে নুনো মেন্দেস বাড়ান ছয় গজ বক্সের মুখে। সেখানে জটার প্রথম প্রচেষ্টা কোনোমতে ঠেকিয়ে দেন গোলরক্ষক, কিন্তু বল হাতে রাখতে পারেননি। ঠিক সময়ে ঠিক জায়গায় থাকা রোনালদো অনায়াসে বল ঠেলে দেন জালে।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের জাতীয় দলের হয়ে গোল হলো ১১৭টি।

৬৮তম মিনিটে বের্নার্দো সিলভার থ্রু বল ধরতে দারুণ ক্ষিপ্রতায এগিয়ে যান কানসেলো। বাধা দিতে বক্সের বাইরে বেরিয়ে এসেও পারেননি গোলরক্ষক, বুদ্ধিদীপ্ত টোকায় তাকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার।

পর্তুগাল আগামী রোববার পরের ম্যাচে খেলবে চেক রিপাবলিকের বিপক্ষে। সেদিনই সুইজারল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে স্পেনের।

এদিন গ্রুপের আরেক ম্যাচে চেক রিপাবলিকের মাঠে ২-২ ড্র করেছে লুইস এনরিকের দল স্পেন।

গ্রুপ পর্বে দুই রাউন্ড শেষে পর্তুগাল ও চেক রিপাবলিকের পয়েন্ট সমান ৪ করে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রোনালদোরা। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেন। সুইসদের পয়েন্ট শূন্য।

আপনার মন্তব্য

আলোচিত