স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২২ ০৯:১১

হাঙ্গেরির বিপক্ষে স্বস্তির জয় ইতালির

উয়েফা নেশন্স লিগ

আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো হাঙ্গেরি পারল না ইতালির সঙ্গে। উয়েফা নেশন্স লিগের এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল রবের্তো মানচিনির দল। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইতালি।

নিকোলো বারেল্লা ও লরেন্সো পেল্লেগ্রিনির গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে জানলুকা মানচিনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় হাঙ্গেরি।

সবশেষ সাত ম্যাচে ইতালির কেবল দ্বিতীয় জয় একটি; ড্র তিনটি, হার দুটি। ‘ফিনালিসিমা’ ট্রফির লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর নেশন্স লিগ অভিযানের শুরুতে জার্মানির বিপক্ষে ১-১ ড্র করেছিল তারা।

৩০তম মিনিটে বারেল্লার চমৎকার গোলে এগিয়ে যায় ইতালি। লিওনার্দো স্পিনাজ্জোলার পাস বক্সের বাইরে পেয়ে ইন্টার মিলানের এই মিডফিল্ডারের ডান পায়ের জোরাল শটে বল দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

বিরতির আগে দ্বিগুণ হয় ব্যবধান। ডান দিক দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে বাইলাইনের কাছাকাছি থেকে কাটব্যাক করেন পলিতানো। ছুটে গিয়ে ঠিকানা খুঁজে নেন পেল্লেগ্রিনি। প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে দলের একমাত্র গোলটিও করেছিলেন রোমার এই মিডফিল্ডার।

৬১তম মিনিটে মানচিনির আত্মঘাতী গোল। খানিক আগে বদলি নামা আতিলা ফিওলার ডান দিক থেকে বাড়ানো নিচু ক্রস ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে বল পাঠান তিনি।

গ্রুপের আরেক ম্যাচে জার্মানির মাঠে শেষ দিকের গোলে ১-১ ড্র করেছে ইংল্যান্ড। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। তিন নম্বরে জার্মানির পয়েন্ট ২, ইংল্যান্ডের ১।

নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ইংল্যান্ডের মাঠে খেলবে ইতালি। ঘরের মাঠে জার্মানির বিপক্ষে খেলবে হাঙ্গেরি।

আপনার মন্তব্য

আলোচিত