সিলেটটুডে ডেস্ক:

০১ সেপ্টেম্বর, ২০২২ ২২:৫১

এবাদতের তৃতীয় আঘাতে ম্যাচে বাংলাদেশ

টস হেরে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শুরুতে জবাব দিতে নামা শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের ক্যাচ ফেলেন মুশফিক। পরেই ঝড় তোলে তারা।

ওই ঝড় থামিয়ে নিজের প্রথম ওভারে জোড়া উইকেট নেন এবাদত হোসেন। পরের ওভারে দেন আরেক আঘাত।

শ্রীলঙ্কা ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা কুশল মেন্ডিস ২০ বলে ৩২ রান করেছেন। তার সঙ্গী ভানুকা রাজাপক্ষে। পাথুন নিশাঙ্কা ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২০ করে ফিরেছেন। চারিথা আশালঙ্কা ১ রানে আউট হয়েছেন। গুনাথিলাকা করেছেন ১১ রান।

এর আগে বাংলাদেশের হয়ে ওপেনিং করতে নেমে মেহেদি মিরাজ ২৬ বলে দুই চার ও দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেন। সাকিব ২২ বলে তিন চারে করেন ২৪ রান। এরপর আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ ৫৭ রানের জুটি গড়েন।

ওই জুটির পথে আফিফ ২২ বলে ৩৯ রানের দারুণ ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। মাহমুদউল্লাহ করেন ২২ বলে এক চার ও এক ছক্কায় ২৭ রান। ফিনিশিং দেওয়া মোসাদ্দেক ৯ বলে চারটি চারে ২৪ রান করেন। তাসকিন এক ছক্কায় করেন ১১ রান।

আপনার মন্তব্য

আলোচিত