স্পোর্টস ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২২ ১৬:১৬

মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশের ২৭১

ব্যাটিং ব্যর্থতায় ১৯ ওভারেই ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন প্রথমে মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ পথ দেখিয়েছিলেন বাংলাদেশকে। রেকর্ড পার্টনারশিপে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন এই জুটি। এরপর মিরাজ যা করেছেন সেটা ইতিহাস।

শেষ পর্যন্ত মিরাজ দুর্দান্ত সেঞ্চুরি করে বাংলাদেশকে গড়ে দেন শক্ত ভিত্তি। নিজে সেঞ্চুরি করেছেন এবং বাংলাদেশকে এনে দিয়েছেন ২৭১ রানের বড় স্কোর।

এটা মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরিটি ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম। সপ্তম উইকেটে তারা ১৬৫ বলে গড়েন ১৪৮ রানের জুটি। যে কোনো উইকেটে যেটি কিনা ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস। এক সময় বাংলাদেশ পরিণত হলো ৬৯ রানে ৬ উইকেটে। সেখান থেকেই ৫০ ওভার শেষে স্বাগতিকদের স্কোর ৭ উইকেটে ২৭১ রান!

মাহমুদউল্লাহ খেলেছেন ৯৬ বলে ৭৭ রানের ইনিংস। সপ্তম উইকেটে তিনি অংশ ছিলেন ১৪৮ রানের জুটির।

চাপের মুখে মিরাজ খেললেন দুর্দান্ত এক ইনিংস, পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৮৩ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ইনিংসে ৮টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা।

শেষ ৫ ওভারে বাংলাদেশ তুলেছে ৬৮ রান!

আপনার মন্তব্য

আলোচিত