স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২২ ১২:৫১

মেসিময় ম্যাচে ‘নায়ক’ মার্তিনেসও

মাত্র দেড় বছর আগে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। এ অল্প সময়ে জাতীয় দল তো বটেই লিগ ও আন্তর্জাতিক টুর্নামেন্টেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। নিজের সবশেষ ভেলকি দেখালেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

নেদারল্যান্ডসকে পেনাল্টি শুট আউটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে লিওনেল মেসির দল। টাইব্রেকে ৪-৩ গোলে হারে নেদারল্যান্ডস।

টাইব্রেকে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক ও স্টিভেন বার্গুইসের শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন।

আর্জেন্টিনার হয়ে টানা তিনটি শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি, লিয়ান্দ্রো পারেদেস ও গনসালো মনতিয়েল। চার নম্বর শট মিস করেন এনজো ফার্নান্দেস।

আর শেষ শটে স্কোর করে দলকে সেমিফাইনালে নিয়ে যান লাউতারো মার্তিনেস।

শুরুতে মার্তিনেসের টানা দুই শট ঠেকানোতেই নির্ভার হয়ে স্পট কিক নিতে পেরেছেন তার সতীর্থরা। তাই ম্যাচ জয় শেষে অধিনায়ক মেসি তার দিকে ছুটে যেয়েই উদযাপন করেন।

এবারই প্রথম আর্জেন্টিনাকে বিপদ থেকে উদ্ধার করেননি ৬ ফিট ৫ ইঞ্চি লম্বা এ গোলকিপার। এর আগে ২০২১ কোপা আমেরিকার সেমিফাইনালেও কলম্বিয়ার বিপক্ষে ৩টি শট ঠেকিয়ে দলকে ফাইনালে তুলেছেন মার্তিনেস।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলা মার্তিনেসের সিনিয়র ক্যারিয়ার শুরু আর্জেন্টিনার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের হয়ে। ২০০৮ সালে মাত্র ১৬ বছর বয়সে ক্লাবের হয়ে অভিষেকের দুই বছর পর আরেক ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেন তিনি।

আর্সেনালের দুই নম্বর গোলকিপার ছিলেন ৮ বছর। এরপর ২০২০ সালে পাড়ি জমান ভিলায়। সেখানেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিমিয়ার লিগ ও জাতীয় দলের অন্যতম সেরা শট স্টপার হিসেবে।

আপনার মন্তব্য

আলোচিত