সিলেটটুডে ডেস্ক:

১৯ ডিসেম্বর, ২০২২ ০১:২৮

সেরা তরুণ খেলোয়াড় এনজো, সেরা কিপার মার্তিনেস

কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘোচাল আর্জেন্টিনা। একই সঙ্গে ঘুচেছে আক্ষেপ লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা শিরোপা দিয়েই রাঙিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

বিশ্বকাপের সব পুরস্কার গেছে আর্জেন্টিনার ঝুলিতে। সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার সবই বাগিয়ে নিয়েছেন আর্জেন্টাইনরা।

শুধুমাত্র সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি পেয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন এনজো ফার্নান্দেজ। সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভস বাগিয়ে নিয়েছেন এমিলিয়ানো মার্তনেস।

আর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল বাগিয়ে নিয়েছেন লিওনেল মেসি।

আপনার মন্তব্য

আলোচিত