স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২ ১৩:২৬

চ্যাম্পিয়ন হয়ে ঈশ্বরকে মেসির ধন্যবাদ

দীর্ঘ ৩৬ বছর আগে বিশ্বকাপ জিতেছিল। মেক্সিকোতে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেনি এই দলের কোনো সদস্য। সবচেয়ে বেশি বয়সী সদস্য ফ্রাঙ্কো আরমানি জন্মেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মাস পাঁচেক পর। তবে সবাই গল্প শুনেছেন। বিশ্বকাপের ফাইনাল জয় তাদের কাছে হয়ে গিয়েছিল রূপকথার গল্পের মতো।

সেই গল্পের অবশেষে ইতি টানলো আর্জেন্টিনা। তাদের হাতে উঠল তৃতীয় বিশ্ব জয়ের শিরোপা। মেসির পায়ের জাদুতে ফুটবলের অক্ষরে কাতারে লেখা হলো এক অমর কবিতা। তাতে সর্বকালের সেরা হয়ে তৃপ্ত পূর্ণতা নিয়ে ফুটবলের ইতি টানতে চলেছেন লিওনেল মেসি।

শিরোপা জয় শেষে সংবাদ সম্মেলনে মেসি এসেছিলেন কাপটা হাতে নিয়ে। সেখানেই তিনি বললেন, ‘এ ট্রফিটা এত সুন্দর যে এটা দেখলেই আপনার মনে এ ট্রফিটা জেতার ইচ্ছে তৈরি হবে। আমি খুব করে এটা জিততে চেয়েছিলাম। আমরা অনেক কষ্ট করেছি, অনেক ভুগেছি তবে শেষ পর্যন্ত জিতেছি।’

কাপ জিতে এখন দেশে ফিরতে চান মেসি, ‘আমার আর্জেন্টিনায় ফিরতে আর তর সইছে না। আমি যত তাড়াতাড়ি পারি আর্জেন্টিনায় যেতে চাই, দেখতে চাই সেখানে কাপ নিয়ে কী পাগলামোটা হয়।’

বিশ্বকাপ জয়ের পর অবসরের ঘোষণা দেবেন মেসি, এমন একটা কথা শোনা গেলেও মেসি বলেছেন, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আরও কিছুদিন জাতীয় দলে খেলতে চান, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি এভাবে আমার ক্যারিয়ারের ইতি টানার সুযোগ করে দিয়েছেন। এরপর কী? কোপা আমেরিকা জেতা হয়ে গেছে, বিশ্বকাপও জেতা হলো। অবশেষে কাপটা এলো আমার কাছে। আমি জাতীয় দলে খেলাটা, এই ছেলেদের সঙ্গে থাকাটা খুব উপভোগ করি। আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আরও কয়েকটা ম্যাচ খেলতে চাই।’

আপনার মন্তব্য

আলোচিত