স্পোর্টস ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২২ ১৩:১২

বিশ্বকাপ বিরতি শেষে আজ ফের শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ

বিশ্বকাপের সময় স্বাভাবিকভাবেই বন্ধ ছিল ইউরোপের লিগগুলো। বিশ্বকাপ শেষ হতে না হতেই ফের শুরু হতে যাচ্ছে লিগ। শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ দিয়ে। আজ থেকে ফের মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ।

বড়দিনের সময়টায় সব লিগে খেলা বন্ধ রাখা হলেও ইংল্যান্ড তার ব্যতিক্রম। এই সময়কার ম্যাচগুলো থেকেই সবচেয়ে বেশি টিভি সত্ত্ব আয় করে ইংলিশ প্রিমিয়ার লিগ। এবারের বক্সিং ডে ফিক্সচার শুরু হচ্ছে ২৬ তারিখে, যেদিন মাঠে নামবে লিভারপুল, চেলসি ও টটেনহাম।

এদিকে, বিশ্বকাপ বিরতির পর লা লিগা আবার মাঠে গড়াচ্ছে ২৯ ডিসেম্বর। সেদিন রাতেই এলচের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের নগর-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ রিয়াল ভায়াদলিদের বিপক্ষে, ৩০ তারিখ দিবাগত রাতে। আর এর পরদিনই কাতালান ডার্বি, মুখোমুখি হবে বার্সেলোনা ও এস্পানিওল।

ফরাসি লিগ মাঠে গড়াচ্ছে ২৮ ডিসেম্বর। এদিন রাতেই স্ট্রসবার্গের মুখোমুখি হবে পিএসজি।

ইতালিয়ান লিগ এবছর আর মাঠে গড়াচ্ছে না। বিরতি শেষে এই লিগের প্রথম ম্যাচ ৪ জানুয়ারি। এদিন মাঠে নামবে লিগের সব দল।

জার্মান লিগের বিরতি আরও বেশি। ২১ জানুয়ারির আগে খেলতে নামবে না বায়ার্ন, ডর্টমুন্ড।

আজ ব্রেন্টফোর্ড-টটেনহাম মুখোমুখি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬-৩০ মিনিটে, স্টার স্পোর্টস সিলেক্ট ১ খেলাটি সম্প্রচার করবে।

এভারটন-উলভারহাম্পটন ম্যাচ শুরু হবে রাত ৯টায়, দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

লেস্টার সিটি-নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচ রাত ৯টায়, দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২।

অ্যাস্টন ভিলা-লিভারপুলের ম্যাচ শুরু হবে রাত ১১-৩০ মিনিটে, দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

আর্সেনাল ও ওয়েস্ট হাম ইউনাইটেডের ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ২টায়, দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

আপনার মন্তব্য

আলোচিত