সিলেটটুডে ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২৩ ০০:০১

রোনালদো ও তার বান্ধবীর জন্য সৌদির আইন শিথিল

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে পা রাখার পর থেকেই আলোচনাটা হচ্ছে। তিনি এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ সৌদি আরবের একটি আইন ভেঙেছেন। কারণ দু'জন এক ছাদের নিচে থাকলেও এখনও বিয়ে করেননি। ইউরোপীয় সংস্কৃতিতে এটা স্বাভাবিক হলেও ইসলামী শরিয়া আইনে পরিচালিত সৌদি আরবে বিয়ে ছাড়া নারী-পুরুষ এক ঘরে থাকা নিষিদ্ধ।

তবে জানা গেছে, রোনালদো ও জর্জিনা বিয়ে না করেও সৌদি আরবে একসঙ্গে থাকতে পারবেন। স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, দেশটির আইনপ্রণেতারা বিষয়টি দেখেও না দেখার ভান করবেন। আরেকটি সূত্রে জানা গেছে, আল নাসেরের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করা সিআরসেভেনকে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে দেশটিতে থাকার অনুমতি দিয়েছে তারা।

একজন আইনজীবী ইএফইকে বলেছেন, 'যদিও রাজ্যের আইনে বিয়ে ছাড়া বসবাস নিষিদ্ধ। ইদানীং কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এতটা জোরাজুরি করে না। আইনটি মূলত ব্যবহার করা হয় কোনো সমস্যা বা অপরাধের ক্ষেত্রে।'

রোনালদোর সঙ্গে জর্জিনা রদ্রিগেজের প্রথম দেখা হয়েছিল ২০১৬ সালে। প্রথম সাক্ষাতেই একে অপরের প্রেমে পড়েন তারা। এরপর থেকেই একসঙ্গে বসবাস তাদের। রোনালদোর জীবনে জর্জিনা আসার আগেই তিন সন্তানের জনক ছিলেন রোনালদো। তবে এখন পর্যন্ত সেই সন্তানদের মায়ের নাম প্রকাশ করেননি তিনি।

৩৭ বছর বয়সী রোনালদো ২২ জানুয়ারি আল-ইত্তিফাকের বিপক্ষে প্রথমবারের মতো আল-নাসেরের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ১০ জানুয়ারি পিএসজির সঙ্গে অলস্টার সৌদি একাদশের হয়েও তাকে খেলতে দেখা যেতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত