স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩ ১৪:৩৬

বিপিএল খেলাকালীন মন্ত্রী হওয়ার সুখবর পেলেন রিয়াজ

পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। এর মধ্যেই পেলেন সুখবর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভায় ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াহাব।

১১ সদস্যের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার সদস্যের মধ্যে এই পেসার ছাড়া সবাই বৃহস্পতিবার লাহোরে শপথ নিয়েছেন। বিপিএলে ব্যস্ত থাকায় ওয়াহাব ওইদিন শপথ নিতে পারেননি। বিপিএল খেলে দেশে ফেরার পর তিনি শপথ নেবেন। ক্রিকেটপাকিস্তান এই খবর দিয়েছে।

৩৭ বছর বয়সি বাঁ-হাতি পেসার ওয়াহাব তিন সংস্করণে সব মিলিয়ে ২৩৭ উইকেট নিয়েছেন। খেলেছেন ১৫৬ ম্যাচ। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়াহাব ২৭ টেস্ট, ৯১ ওডিআই ও ৩৬ টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তান দলের সদস্য ওয়াহাব এবারের বিপিএলে ষষ্ঠ বোলার হিসাবে টি ২০ ফরম্যাটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ছয় ম্যাচে ১২ উইকেট নিয়ে বিপিএলে এখন পর্যন্ত শীর্ষ বোলার তিনি।

আপনার মন্তব্য

আলোচিত