স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০২৩ ১১:২১

হার দিয়ে শুরু বাংলাদেশের উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ

হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ।

রোববার রাতে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা হেরেছে ৭ উইকেটের ব্যবধানে।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছিল ১২৬ রান। মারুফা আক্তার কোনো রান না দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচে সম্ভাবনা জাগালেও দারুণ এক জুটিতে ব্যবধান গড়ে দিলেন হার্শিথা মাদাবি ও নিলাকশি ডি সিলভা।

পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ৪৮ রান। প্রথম ১০ ওভারে রান ছিল ৩ উইকেটে ৭৩। কিন্তু পরের ১০ ওভারে করতে পারে কেবল ৫৩ রান। সর্বোচ্চ ২৯ রান করেন সোবহানা মোস্তারি।

জবাবে শ্রীলঙ্কা ২৫ রানে ৩ উইকেট হারানোর পর ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়ে ফেরেন হার্শিথা ও নিলাকশি। ৫০ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৯ রান করেন হার্শিথা। ৫ রানে জীবন পেয়ে ৩৮ বলে ৪১ রান করেন নিলাকশি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। ইনোকা রানাভিরার সরাসরি থ্রোয়ে রান আউট হন তিনি শূন্য রানে। তিনে নেমে পরের ওভারে সুগান্দিকা কুমারিকে টানা তিনটি চার মারেন সোবহানা। শামিমা সুলতানা বাউন্ডারি মারেন চারটি। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ওশাদি রানাসিংহের অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন শামিমা (১৩ বলে ২০)।

সোবহানা এরপর দলকে এগিয়ে নেন অধিনায়ক নিগার সুলতানাকে সঙ্গী করে। দশম ওভারে সোবহানার (৩২ বলে ২৮) বিদায়ে ইনিংস সেরা ৩৫ রানের জুটি ভাঙার পর কমে যায় রানের গতি। একই ওভারে তিন বলের মধ্যে বিদায় নেন নিগার (৩৪ বলে ২৮) ও লতা মণ্ডল। রিতু মনি কাটা পড়েন রান আউটে। জাতীয় দলের হয়ে অভিষেকে স্বর্ণা আক্তার করতে পারেন ৫ রান।

শেষ ৫ ওভারে ৩২ রান তুলতে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

রান তাড়ায় প্রথম ৩ ওভারে শ্রীলঙ্কা তুলে ফেলে ১৭ রান। চতুর্থ ওভারে বল হাতে পেয়ে তৃতীয় বলে দলকে বড় সাফল্য এনে দেন মারুফা। বাঁহাতি পেসারের বলে মিড অনে ক্যাচ দেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। উইকেট মেডেনে শুরু করা মারুফা নিজের পরের ওভারে প্রথম দুই বলে ভাস্মি গুনারাত্নে ও আনুশকা সাঞ্জিবানিকে ফিরিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। স্লোয়ারে প্রথম জনের ফিরতি ক্যাচ নেওয়ার পর দারুণ ডেলিভারিতে বোল্ড করে দেন পরের জনকে। কোনো রান না দিয়েই তিনি নেন ৩ উইকেট! শ্রীলঙ্কার স্কোর তখন ৩ উইকেটে ২৫।

নবম ওভারে নিলাকশিকে ফেরানোর সুযোগ আসে। তবে পয়েন্টে সামনে ড্রাইভ দিয়ে ক্যাচ নিতে পারেননি মুর্শিদা। রিতুর বলে হার্শিথাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বাঁচেন ব্যাটার। তখন ৩১ রানে খেলছিলেন তিনি। পরে ৪৬ রানে তাকে স্টাম্পিংয়ের সুযোগ হারান শামিমা।

শেষ ৫ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ৪১ রান। রিতুর করা ষোড়শ ওভারে আসে ১৭ রান। ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায় সেখানেই।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর শুরু করা শ্রীলঙ্কা টানা দ্বিতীয় জয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে গেল।

বাংলাদেশ নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১২৬/৮ (শামিমা ২০, মুর্শিদা ০, সোবহানি ২৯, নিগার ২৮, লতা ১১, স্বর্ণা ৫, রিতু ২, সালমা ৯*, নাহিদা ৮, জাহানারা ১*; কুলাসুরিয়া ২-০-১৬-০, ওশাদি ৪-০-২৩-৩, সুগান্দিকা ৩-০-২২-০, কাঞ্চনা ২-০-১২-০, রানাভিরা ৪-০-১৮-১, দিলহারি ১-০-১২-০, আতাপাত্তু ৪-০-১৯-২)

শ্রীলঙ্কা নারী দল: ১৮.২ ওভারে ১২৯/৩ (হার্শিথা ৬৯*, আতাপাত্তু ১৫, গুনারত্নে ১, আনুশকা ০, নিলাকশি ৪১*; জাহানারা ৩-০-১৯-০, সালমা ৪-০-৩২-০, মারুফা ৪-১-২৩-৩, নাহিদা ৩-০-১৪-০, রিতু ৩-০-৩১-০, স্বর্ণা ১.২-০-১০-০)

ফল: শ্রীলঙ্কা নারী দল ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ: হার্শিথা মাদাবি

আপনার মন্তব্য

আলোচিত