স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০২৩ ১৬:১৪

ক্রিকেটকে বিদায় জানালেন মরগান

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। ২০১৯ সালে তারই নেতৃত্বে ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। এক বিবৃতিতে আজ অবসরের সিদ্ধান্তের কথা জানান মরগ্যান।

মরগ্যান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন আগেই। এতদিন আন্তর্জাতিক পর্যায়ে না খেললেও খেলে যাচ্ছিলেন ঘরোয়া লিগগুলোতে। ৩৬ বছর বয়সে এবার সেখান থেকেও সরে দাঁড়ান।

এক বিবৃতিতে মরগ্যান বলেন, আমি খুব গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। গত কয়েক বছরে এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। তবুও অনেক চিন্তাভাবনার পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটাই হয়তো সঠিক সময়। ২০১৫ সালে ইংল্যান্ডে এসে মিডলসেক্সে যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসে খেলা পর্যন্ত, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি।

মাঠের ক্রিকেটকে বিদায় বললেও ক্রিকেটের সঙ্গে ঠিকই যুক্ত থাকছেন মরগ্যান। ব্রডকাস্টিং চ্যানেলগুলোর সঙ্গে কাজ করে যাবেন তিনি। এছাড়া ভালো সুযোগ পেলে কোচ হিসেবেও দেখা যেতে পারে ইংলিশদের সাবেক অধিনায়ককে।

আপনার মন্তব্য

আলোচিত