স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০২৩ ১১:৩৪

লাইপজিগকে হারাতে পারেনি ম্যানচেস্টার সিটি

প্রথমার্ধ যদি হয় ম্যানচেস্টার সিটির, তবে দ্বিতীয়ার্ধ নিশ্চিতভাবেই আরবি লাইপজিগের। খেলার ফলাফলেই কেবল নয়, আধিপত্য ও আক্রমণের তথ্যও বলছে সেটা। খেলা যখন এমনই গড়াল তখন ম্যাচের ফলও এমনটা প্রত্যাশিত।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছে।

প্রথমার্ধে রিয়াদ মাহরেজ ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ইয়োস্কো গাভারদিওল।

অসুস্থতার কারণে এ ম্যাচে ছিলেন না সিটির দুই তারকা কেভিন ডি ব্রুইন ও এমেরিক লাপোর্ত। এরপরও শুরুটা ভালোই করে দলটি। পুরো ম্যাচেও বল দখলের লড়াইয়ে এগিয়ে সিটি। ৬২ শতাংশ বল তাদের দখলে ছিল। গোলমুখে ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে তিনটি।

সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড এ ম্যাচেও নিষ্প্রভ ছিলেন। গোল পাননি এই নরওয়েজীয় স্ট্রাইকার। এনিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৫ ম্যাচে হালান্ডের গোল মাত্র ১টি।

লাইপজিগের বদলি খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে দিতে ভূমিকা রাখেন। অন্যদিকে পেপ গার্দিওলা বিস্ময়করভাবে শুরুর একাদশে কোনো পরিবর্তন আনেননি।

আগামী ১৪ মার্চ সিটির মাঠে ফিরতি লেগে নির্ধারিত হবে দুই দলের ভাগ্য।

একই সময়ে হওয়া অন্য ম্যাচে ঘরের মাঠে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ৮৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন চেলসি থেকে ধারে খেলা বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ১৫ ম্যাচে এটি তার দশম গোল।

আপনার মন্তব্য

আলোচিত