স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০২৩ ১২:৩৯

শোয়েব আখতাকে ‘মানুষ’ হতে বললেন রমিজ রাজা

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতাকে ‘মানুষ’ হতে বললেন রমিজ রাজা। এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে সাবেক এই ফাস্ট বোলারকে রীতিমত ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।

ঘটনার শুরুটা কদিন আগে কামরান আকমল ও রমিজ রাজাকে নিয়ে মন্তব্য করেছিলেন শোয়েব আখতার। আকমলের ইংরেজি উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শোয়েব। আর রমিজ রাজাকে নিয়ে বলেছিলেন, তিনি পিসিবি সভাপতি হয়েছিলেন নিজের প্রচারের জন্য।

আরও আছে! বাবর আজমের তারকা হয়ে ওঠার পথে ইংরেজি কম জানাকে সবচেয়ে বড় বাধা বলেও মন্তব্য করেন শোয়েব।

এবার শোয়েবের সমালোচনার জবাব দিয়েছেন রমিজ। এক টেলিভিশন টক শোতে রমিজ বলেছেন, কারও ‘ব্র্যান্ড’ হয়ে ওঠার আগে ‘মানুষ’ হওয়া বেশি জরুরি।

টক শোতে শোয়েবের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রমিজ বলেছেন, ‘কিছু মানষের বেশ ভুল ধারণা থাকে। এরা বিভ্রান্ত সুপারস্টার। সে সবাইকে এসবই বলতে থাকে। কামরান আকমলের সঙ্গেও তার সমস্যা ছিল। সব সময় ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকে, ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া জরুরি। আগে মানুষ হতে হবে, তারপর ব্র্যান্ড হওয়া যাবে।’

দেশের ক্রিকেটের দুরবস্থার জন্যে শোয়েবকে দায়ী করেন রমিজ। রমিজ বলেন, ‘আমাদের ক্রিকেট নিচে নেমে যাওয়ার একটি কারণ হচ্ছে, এ ধরনের যেসব সাবেক ক্রিকেটার আছেন, তারাই আমাদের ক্রিকেটকে টেনে নিচে নামান। এটা আমাদের প্রতিবেশী দেশ ভারতে কখনো দেখবেন না।’

টক শোর উপস্থাপক রমিজকে জানান, শোয়েব বলেছিলেন তিনি সভাপতি হলে ক্রিকেটারদের পূর্ণ স্বাধীনতা দেবেন। তখন রমিজ শোয়েবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক পাস করতে হয়।’

এরআগে অন্য এক টক শোতে রমিজের সভাপতিত্ব নিয়ে জানতে চাইলে শোয়েব বলেছিলেন, ‘অনেকেই তার ওপর খুশি ছিল না। ক্রিকেট বোর্ডের ভেতর বাইরে অনেকে। আমি অনেকের কাছে শুনেছি তিনি সভাপতি হয়েছিলেন নিজের প্রচারের জন্য।’

আপনার মন্তব্য

আলোচিত