
২৩ মার্চ, ২০২৩ ০০:৪৬
ইসলাম ধর্মের অনুসারীদের জন্য রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে শুরু হবে এবারের রমজান মাস। ঠিক একদিন পর শুক্রবার থেকে বাংলাদেশের মানুষ রমজান মাস পালন শুরু করবেন।
তার আগে ইসলাম ধর্মের অনুসারীদের মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (২২ মার্চ) ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানায় তারা।
শুভেচ্ছা বার্তায় রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে লেখা হয়, “পবিত্র মাহে রমজান উপলক্ষে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল।’ সঙ্গে প্রার্থনার ইমোজি দেওয়া হয়েছে।”
রিয়াল মাদ্রিদের অধিনায়ক করিম বেনজেমাকে হ্যাশট্যাগ দিয়ে আলাদা করে শুভেচ্ছা জানিয়েছে ক্লাবটি। সেখানে রিয়াল লিখেছে, “আমরা আপনাকে একটি বরকতময় এবং শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই। এই পবিত্র মাস যেন আপনাকে আপনার প্রিয়জনের কাছে নিয়ে আসে।”
আপনার মন্তব্য