
২৩ মার্চ, ২০২৩ ১৬:৫৬
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশে বিধ্বংসী পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। মাত্র ১০১ রান অলআউট হয়ে গেছে সফরকারীরা।
তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১০২ রান।
এরআগে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির বাধায় সমাপ্ত হয়নি, ম্যাচ হয় পরিত্যক্ত। তবে তার আগে বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৩৪৯ রান সংগ্রহ করেছিল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে পেস বোলার হাসান মাহমুদ নিয়েছেন ৫ উইকেট, তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট এবং ২ উইকেট নিয়েছেন এবাদত হোসেন।
বাংলাদেশি পেস বোলারদের তোপের মুখে ২৮ ওভার ১ বলে ১০১ রান তোলে অলআউট হয় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৩৬ রান এসেছে ক্যাম্পারের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার হাসান। এটি তার ক্যারিয়ারেরও সেরা বোলিং ফিগার।
আপনার মন্তব্য