স্পোর্টস ডেস্ক

২৭ মার্চ, ২০২৩ ০৩:০৩

টি-টোয়েন্টিতে ২৫৮ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডের আগের মালিক ছিল অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের ২৪৪ রানের তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। এবার দক্ষিণ আফ্রিকা সেই রেকর্ড ভাঙল। প্রোটিয়ারা ২৫৯ রানের লক্ষ্য তাড়া করে জিতল ম্যাচ; প্রতিপক্ষ তাদের ওয়েস্ট ইন্ডিজ।

সেঞ্চুরিয়নে রোববার (২৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ৬ উইকেটে। উইন্ডিজের করা ২৫৮ রানের জবাবে ২৫৯ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৭ বল বাকি থাকতেই।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম সেঞ্চুরিতে ৪৬ বলে ১১ ছক্কা ও ১০ চারে ১১৮ রান করেন চার্লস। সঙ্গে কাইল মেয়ার্সের ২৭ বলে ৫১ ও রোমারিও শেফার্ডের ১৮ বলে অপরাজিত ৪১ রানের সুবাদে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ইনিংসের ২২ ছক্কা টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ২২ ছক্কা মেরেছিল আফগানিস্তানও।

জবাবে ডি কক ও রিজা হেনড্রিকসের স্রেফ ৬৫ বলে ১৫২ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটিই মূলত গড়ে দেয় ব্যবধান। ৪৪ বলে ৮ ছক্কা ও ৯ চারে ১০০ রান করে ম্যাচের সেরা ডি কক। হেনড্রিকস ২৮ বলে ১১ চার ও ২ ছক্কায় করেন ৬৮ রান।

ম্যাচে দুই দল মিলিয়ে রান হয়েছে ৫১৭, ২০ ওভারের ম্যাচে যা সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে কিছুদিন আগে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতান্স ম্যাচের ৫১৫ রান। এই ম্যাচের ৩৫ ছক্কাও রেকর্ড। গত বছর বুলগেরিয়া-সার্বিয়া ম্যাচের ৩৩ ছক্কা ছিল আগের সর্বোচ্চ।

সুপারস্পোর্ট পার্কে বড় লক্ষ্য তাড়ায় আকিল হোসেনের প্রথম দুই বলে দুই চার মেরে শুরু করেন ডি কক। পরের ওভারে শেলডন কটরেলকে তিন ছক্কার সঙ্গে মারেন দুটি চার, এই ওভারে আসে ২৯ রান। ডি কক ফিফটি পূর্ণ করেন ১৫ বলে ফিফটি, দক্ষিণ আফ্রিকার হয়ে যা দ্রুততম, আগের রেকর্ডটিও ছিল তার, ১৭ বলে।

প্রথম পূর্ণ সদস্য দল হিসেবে পাওয়ার প্লেতে একশ রান তোলার কীর্তি গড়ে দক্ষিণ আফ্রিকা। ডি ককের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ হয়ে যায় একাদশ ওভারে। ওই ওভারেই ক্যাচ দিয়ে শেষ হয় তার বিস্ফোরক ইনিংসটি। এরপর উইকেটে গিয়ে ৪ বলে ২ ছক্কা ও একটি চারে ১৬ রান করে ব্যবধান কমান রাইলি রুশো। খানিক পর ফেরেন হেনড্রিকসও।

পরের তিন ওভারে ক্যারিবিয়ানদের আঁটসাঁট বোলিং ও ডেভিড মিলারের বিদায়ে সমীকরণ দাঁড়ায় ২৪ বলে ৪১। হাইনরিখ ক্লসেনের সঙ্গে ১৯ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে অনায়াসে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন এইডেন মারক্রাম (২১ বলে ৩৮*)।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলে ব্র্যান্ডন কিংকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে আরেক ওপেনার মেয়ার্স ও চার্লস তাণ্ডব চালান প্রোটিয়া বোলারদের ওপর। চার্লস ফিফটি তুলে নেন ২৩ বলে। পঞ্চাশ ছুঁতে মেয়ার্সের লাগে ২৪ বল। তাদের জুটি রান শতরান স্পর্শ করে স্রেফ ৪৭ বলে। মেয়ার্সকে ফিরিয়ে ৫৮ বল স্থায়ী ১৩৫ রানের জুটি ভাঙেন মার্কো ইয়ানসেন। ওই ওভারেই বিদায় নেন নিকোলাস পুরান। ৯৪ থেকে সিসান্ডা মাগালাকে ছক্কায় উড়িয়ে চার্লস সেঞ্চুরি পূর্ণ করেন ৩৯ বলে। ছাড়িয়ে যান ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিস গেইলের ৪৭ বলের সেঞ্চুরিকে। পরের ওভারে ইয়ানসেনকে দুই ছক্কা ও একটি চার মারার পর বোল্ড হয়ে শেষ হয় তার টর্নেডো ইনিংস।

এরপর অধিনায়ক রভম্যান পাওয়েলের ১৯ বলে ২৮ ও শেফার্ডের ৪ ছক্কা ও ১ চারে অপরাজিত ৪১ রানের সুবাদে আড়াইস ছাড়ায় ক্যারিবিয়ানদের সংগ্রহ।

তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। আগামী মঙ্গলবার জোহানেসবার্গে শেষ ম্যাচ হবে সিরিজ নির্ধারণী।

আপনার মন্তব্য

আলোচিত