স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৩ ১৫:০১

ব্রাজিলকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

বিশ্বকাপের শিরোপা জয়ের প্রায় চারমাস পর অবশেষে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল আর্জেন্টিনা। রানার্সআপ ফ্রান্স উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হেরে আসর শুরু করার পর টানা জয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। এরপর রোমাঞ্চকর ফাইনালে ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। কিন্তু বিশ্বকাপ জিতেও ব্রাজিলকে পেছনে ফেলতে পারেনি লিওনেল মেসির দল।

অবশেষে মার্চের আন্তর্জাতিক বিরতিতে পানামা ও কুরসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে সমর্থ হলো আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের পর একটি মাত্র প্রীতি ম্যাচ খেলেছে। মরক্কোর বিপক্ষে সে ম্যাচে হেরে পয়েন্ট খুইয়ে তিন নম্বরে নেমে গেছে হলুদ জার্সিধারীরা।

আপনার মন্তব্য

আলোচিত