স্পোর্টস ডেস্ক

২৭ মে, ২০২৩ ১১:১৯

ভিনির সমর্থনে সেনেগাল ও গিনির বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

স্পেনে বর্ণবাদী আক্রমণের মুখে পড়া রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়িয়েছে ব্রাজিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দুটো প্রীতি ম্যাচ খেলবে ভিনিসিয়াসের সমর্থনে, বর্ণবাদের প্রতিবাদে।

সেলেসাওদের প্রতিপক্ষ হিসেবে থাকবেন গিনি ও সেনেগাল। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ।

সিবিএফের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের অধীনে ২০২২ সালে শুরু হওয়া স্লোগান ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ এর কার্যক্রম আরও প্রসারিত করার লক্ষ্যেই এই দুটি ম্যাচের আয়োজন। দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন

বর্ণবাদ নিয়ে গত মার্চে রয়টার্সকে এক সাক্ষাৎকারে রদ্রিগেজ বলেছিলেন, ‘ব্রাজিল যেন সারা বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয় এটা আমরা চাই।’ ম্যাচ দুটি নিয়ে ভিনিসিয়ুসের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে সিবিএফ। এক সূত্র জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ তারকা নাকি নিজের সমর্থন প্রকাশ করেছেন।

জুনের ১৭ তারিখ গিনির বিপক্ষে বার্সেলোনায় প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ৩ দিন পর দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। সাদিও মানের সেনেগালের বিপক্ষে লিসবনে খেলবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আপনার মন্তব্য

আলোচিত