স্পোর্টস ডেস্ক

০১ জুন, ২০২৩ ১০:৫৮

ইউরোপার শিরোপা আবারও সেভিয়ার

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের ফাইনালে শতভাগ সাফল্যের ধারা ধরে রাখল সেভিয়া। সাতবার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন তারা।

ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার শিরোপা জয়ের রেকর্ডটা স্প্যানিশ দলটিরই ছিল। সংখ্যাটাকে তারা এবার বাড়িয়ে নিল।

বুধবার রাতে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে জিতেছে সেভিয়া।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনে শেষ হয়।

ম্যাচের শুরু থেকেই সেভিয়াকে চাপে রাখার চেষ্টা করেছিল রোমা। তাদের জমাট রক্ষণ চাপে ফেলছিল সেভিয়াকে। সুযোগও তৈরি করছিল দলটি। ৩৪তম মিনিটের মাথায় মানচিনির পাস থেকে সেভিয়ার জালে বল জড়ান রোমার পাওলো দিবালা।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ করে সেভিয়া। বিরতির পর গোলের মুখ খোলার জন্য মরিয়া হয়ে ওঠে দলটি। এরপর নিজেরা গোল না করলেও রোমার তারকা মানচিনির আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে সেভিয়া। জেসুস নাভাসের ক্রসে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মানচিনি।

শেষ দিকে দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু ৯০ মিনিট পর্যন্ত আর গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও স্কোরলাইন ১-১ এ শেষ হয়।

শেষ পর্যন্ত শিরোপা নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে সপ্তমবারের মতো ইউরোপা লিগের খেতাব জিতে নেয় সেভিয়া।

আপনার মন্তব্য

আলোচিত