
০৪ জুন, ২০২৩ ১৮:১০
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লিটন কুমার দাসের নেতৃত্ব এই স্কোয়াডে রয়েছেন দুই নতুন মুখ মুশফিক হাসান ও শাহাদাত হোসেন দিপু।
শাহাদাত হোসেন দিপু ব্যাটার, এদিকে মুশফিক হাসান পেস বোলার।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আফগান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশের টেস্ট দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন ও মুশফিক হাসান।
আপনার মন্তব্য