স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:২৪

মানকাডিংয়ে আউট করেও ব্যাটারকে ফেরালেন লিটন-হাসান

বল হওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া নিউ জিল্যান্ড ব্যাটার ইশ সোধিকে নন স্ট্রাইক প্রান্তে রানআউট করেছিলেন বোলার হাসান মাহমুদ। তবে টেলিভিশন আম্পায়ার রানআউট দেওয়ার পর উঠে যেতে থাকা সোধিকে ডেকে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে আজ দেখা গেছে এ দৃশ্য।

ইনিংসের ৪৬ তম ওভারে বোলিং করতে এসেছিলেন হাসান। চতুর্থ বল করার আগে থেমে যান তিনি। ডেলিভারি স্ট্রাইডে অ্যাকশন পুরো করার আগেই নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন হাসান। এরপর আবেদনও করেন। অন ফিল্ড আম্পায়ার এরাসমাস যান টেলিভিশন আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা যায়, স্টাম্প ভাঙার সময় ক্রিজের বাইরেই ছিলেন সে সময় ২৫ বলে ১৭ রানে অপরাজিত থাকা সোধি।

আউট হওয়ার পর মাঠ ছাড়তে থাকেন সোধি। কিন্তু এরপরই দেখা যায়, সোধি ফিরে আসছেন। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে আম্পায়ার এরাসমাসের সঙ্গে কথা বলতে দেখা যায় এর আগে, এরপরই আম্পায়ার সোধিকে ফিরে আসার সংকেত দেন। এর অর্থ, আবেদন তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ সব ক্ষেত্রে চাইলে দলের অধিনায়ক আবেদন তুলে নিতে পারেন।

ফিরে আসা সোধির মুখের হাসি চওড়া হয় এরপর। হাসান মাহমুদকে জড়িয়েও ধরেন তিনি। শেরেবাংলার দর্শকেরাও করতালিতে তাকে স্বাগত জানান আবার।

ক্রিকেটে ‘মানকাডিং’ বলে পরিচিত এ আউট নিয়ে বিতর্ক হয় মাঝেমধ্যেই। অনেকেই এটিকে ‘ক্রিকেটের চেতনাবিরোধী’ বলেন। যদিও এমন আউটকে ক্রিকেটের আইনে বেশ কিছুদিন আগেই ‘স্পিরিট অব ক্রিকেট’ থেকে ‘রানআউটের’ আওতায় নিয়ে আসা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত