স্পোর্টস ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৫ ২২:০৭

বৃহস্পতিবার ভোরে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

সিডনিতে আইসিসি'র অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ম্যাচে সহযোগী সদস্য দেশ আয়ারল্যান্ডের সাথে খেলবে মাশরাফির দল ।

সিডনিতে আইসিসি'র অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ম্যাচে সহযোগী সদস্য দেশ আয়ারল্যান্ডের সাথে খেলবে মাশরাফির দল । প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে হেরেছিলো সাকিব-তামিমরা।
এর আগে ব্রিসবেনে নিজেদের আয়োজনে দুটি প্রস্তুতি ম্যাচেও ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছিল টাইগারবাহিনী । তবে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জিততে চায় বাংলাদেশ ।
নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলেই আইরিশদের বিপক্ষে জেতা সহজ হবে বলে মনে করছেন সাকিব আল হাসান ।

এদিকে আইরিশদের সময়ও খুব একটা ভালো যাচ্ছে না । অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে তারা স্কটল্যান্ডের কাছে হেরেছে বড় ব্যবধানে । বাংলাদেশকে হারানোর স্বাদ আছে পোটারফিল্ডের দলের কাজেই এই প্রস্তুতি ম্যাচের নিজেদের সেরাটা দিয়ে খেলার কথা শুনিয়েছেন তারা ।

প্রথম প্রস্তুতি ম্যাচে না খেললে এদিন নাসির হোসেনের খেলার সম্ভবনা প্রবল ।  নাসির খেললে বসিয়ে রাখা হবে সাব্বিরকে । আর আরাফাত সানির বদলে বল ঘুরাবেন তাইজুল ইসলাম ।

আপনার মন্তব্য

আলোচিত