স্পোর্টস ডেস্ক

০৯ মার্চ, ২০২৪ ১৭:২৯

সিলেটে নুয়ান তুশারার হ্যাটট্রিক

ফাইল ছবি

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বিপক্ষে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চলমান ম্যাচে হ্যাটট্রিক করেছেন পেস বোলার নুয়ান তুশারা।

ইনিংসের চতুর্থ ওভারে তিনি একে একে আউট করেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদকে।

শ্রীলঙ্কার পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন নুয়ান থুশারা। আগের চারজন- থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা (২), আকিলা দানাঞ্জয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। এদের মধ্যে মালিঙ্গার প্রথম হ্যাটট্রিকটিও বাংলাদেশের বিপক্ষে।

আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এনিয়ে হ্যাটট্রিক হয়েছে ছয়টি। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ব্রেট লির হ্যাটট্রিক ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসেই প্রথম। এরপর বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছেন লাসিথ মালিঙ্গা, দীপক চাহার, নাথান এলিস ও করিম জানাতের। সর্বশেষ সে তালিকায় যুক্ত হলেন তুশারা।

আপনার মন্তব্য

আলোচিত