স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ, ২০২৪ ১২:০১

চার বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনা

চার মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা। শেষ ষোলোয় স্প্যানিশ ক্লাবটি হারিয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলিকে।

মঙ্গলবার নিজেদের মাঠে জাভি হার্নান্দেজের দল জয় পায় ৩-১ গোলে। প্রথম লেগের তাদের মাঠে ১-১ ড্রয়ে খানিকটা এগিয়েই ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুর দিকেই দুই মিনিটের ব্যবধানে ফেরমিন লোপেজ ও জোয়াও কানসেলোর কল্যাণে দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৫তম মিনিটে রাফিনিয়ার বাড়িয়ে দেওয়া বলকে জালে জড়িয়ে গোলের সূচনা আনেন ২০ বছর বয়সী লোপেজ।

মিনিট দুই পরের গোলেও কিছুটা অবদান সেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার। জালের উদ্দেশ্যে তার নেওয়া দারুণ এক শট পোস্টে লেগে আসে ফিরে। তবে সেই ফিরতি বল পেয়ে সেটিকে এবার জালে পৌঁছাতে কোনো ভুল করেনি পর্তুগিজ ডিফেন্ডার কানসেলো।

৩০তম মিনিটে এসে এবার ব্যবধান কমায় নাপোলি। গোলটি আসে আমির রাহমানির পা থেকে। সেখান থেকে একদম ম্যাচের শেষ পর্যন্ত আক্রমণে নাপোলিকে সেভাবে কোনো সুযোগই দেয়নই বার্সা ডিফেন্ডাররা।

উল্টো ম্যাচের শেষ মুহূর্তে এসে আরও একটি গোল হজম করে নাপোলি। ম্যাচে বার্সার শেষ গোলটি করেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদভস্কি।

আপনার মন্তব্য

আলোচিত